বানরের দেহে বঙ্গভ্যাক্স টিকার পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল নিয়ে প্রতিবেদন বিএমআরসিতে জমা দিয়েছে গ্লোব বায়োটেক লিমিটেড। করোনাভাইরাসের টিকা তৈরির লড়ইয়ে থাকা বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান গতকাল সোমবার এই প্রতিবেদন জমা দেয়। তারা এর আগে দাবি করেছিল, বানরের দেহে টিকার পরীক্ষামূলক প্রয়োগে ভালো ফল পাওয়া গেছে। খবর বিডিনিউজের।
গ্লোব বায়োটেক লিমিটেডের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বাংলাদেশ চিকিৎসা গবেষণা কাউন্সিলের (বিএমআরসি) নির্দেশনা অনুসারে বানরের দেহে চালানো বঙ্গভ্যাক্স পরীক্ষার ফলাফল তারা দুপুরে জমা দিয়েছেন। এর মধ্য দিয়ে বিএমআরসির ক্লিনিক্যাল ট্রায়ালের পূর্বশর্তসহ সকল পর্যবেক্ষণের যথাযথ উওর দেওয়া শেষ হয়েছে। এখন বিএমআরসি অনুমোদন দিলে নভেম্বরেই মানবদেহে এই টিকার পরীক্ষা শুরু করতে পারবেন বলে আশাবাদী গ্লোব কর্মকর্তা মহিউদ্দিন।
যে কোনো টিকা তৈরির পর ধাপে ধাপে নানা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। সর্বশেষ মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগে তা নির্দিষ্ট রোগ প্রতিরোধে অ্যান্টিবডি তৈরিতে সফলতার মুখ দেখলে তা টিকা হিসেবে স্বীকৃতি পায়। এর আগে বাংলাদেশে ভারত বায়োটেকের কোভ্যাঙিন এবং চীনের ইনস্টিটিউট অব মেডিকেল বায়োলজি অব দ্য চাইনিজ অ্যাকাডেমি অব মেডিকেল সায়েন্স উদ্ভাবিত টিকার ক্লিনিক্যাল ট্রায়াল বা পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দিয়েছিল বিএমআরসি। তবে কোনোটিরই পরীক্ষামূলক প্রয়োগ শুরুর খবর মেলেনি।