বাংলাদেশ তুমি অগ্নির পুস্তক

ফাউজুল কবির | বুধবার , ১৪ এপ্রিল, ২০২১ at ৭:৩৫ পূর্বাহ্ণ

একটি খোলা চিঠি হয়তো আমি লিখতে পারি আজ
অনায়াসে লেখা যায় একটা চিঠি দুর্দান্ত শব্দের
অহংকার
অথবা ধ্বনির কণ্ঠপ্রতিমায় বজ্রের আলোতে
কিন্তু আমি
লিখবো না বলেই সিদ্ধান্ত নিয়েছি প্রতিজ্ঞার স্বর :
চিঠিটা আগুন মেখে কুরিয়ারে পাঠাতে ও পারি
কিন্তু পাঠাবো না
কারণটা কি জানো? না জানো না তুমি আমার বিশ্বাস—
সব কারণের জবাব না জানাই মনে হয় ভালো ।
আমার বুকের ভেতরেই লেখা হচ্ছে একটি বই : আগুনের
অগ্নির পুস্তক লেলিহান বর্ণে রক্তকরবীতে
সবুজ গোলাপে
ধবল স্বপ্নের সন্ন্যাসী শিখায়
মেঘে আর মেঘে হাওয়ায় বাতাসে
সমুদ্রের ঢেউয়ে মাতাল উচ্ছ্বাসে
সমস্ত আকাশে উচ্চারিত হবে অগ্নির স্লোগান
নক্ষত্র সকল আবৃত্তি ছড়াবে অগ্নির উৎসবে
উৎসবের মানে হচ্ছে স্বাধীনতা একটি মুক্তিযুদ্ধ
রক্তের লেখায়
মার্চের ছাব্বিশ
একটি বাংলাদেশ — জ্বলন্তজীবন্ত — আমার স্বদেশ
বাংলাদেশকে রাখতে হবে বুকে বুকে ধ্যানের আনন্দ
অবশ্যই রাখতে হবে প্রহরায় অগ্নির আয়ুধে স্মরণীয়:
বাংলাদেশ তুমি অগ্নিময় হও রূপে ও কান্তিতে দুঃসাহস
বাংলাদেশ তুমি অগ্নির পুস্তক হও —-জীবনের চিরন্তন
বাংলাদেশ তুমি মুজিবের চোখ হও নকশিকরা আগুনের ।

পূর্ববর্তী নিবন্ধশিশিরবিজ্ঞান
পরবর্তী নিবন্ধগভীর রাতের চর