বাঁশখালী উপজেলার চাম্বলের পাহাড়ি এলাকায় হাতির হামলায় দুদু মিয়া (৬১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জঙ্গল চাম্বল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুুদু মিয়া চাম্বল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জঙ্গল চাম্বল এলাকার মৃত নুরুল ইসলামর পুত্র।
সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় দুদু মিয়া জঙ্গল চাম্বল পাহাড়ি এলাকার অভ্যান্তরে চাষাবাদের কাজ করাকালীন হাতির হামলার শিকার হয়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে মঙ্গলবার বিকালে স্থানীয় জনগণ তার লাশ নিয়ে আসে। নিহতের পরিবার জঙ্গল চাম্বল ধুইল্যা ঝিরি এলাকায় বসবাস করে। তাদের সংসারে ৩ ছেলে ২ মেয়ে রয়েছে। বাঁশখালীর চাম্বলের ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী ঘটনাস্থলে গিয়ে নিহতের দাফন কাফনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে বলে জানা যায়। জলদী অভয়ারণ্য রেঞ্জ ও চাম্বল বনবিট কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, চাম্বলের পাহাড়ি এলাকায় বসবাস করা নুরুল ইসলাম পাহাড়ে কাজ করাকালীন হাতির হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেন। বাঁশখালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি প্রদান করে। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, হাতির হামলায় নিহতের দাফন কাফনের জন্য স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারিভাবে তাদের পরিবারকে অনুদান প্রদান করা হবে বলে তিনি জানান।