নাজিরহাট পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ২৫ জানুয়ারি, ২০২৩ at ৫:১৫ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত সোমবার নির্বাচন পরিচালনা২ অধিশাখার উপ সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

ঘোষিত তফসিলে উল্লেখ করা হয়, ১৯ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিলের শেষ তারিখ, ২০ ফেব্রুয়ারি যাচাই বাছাই, ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও ১৬ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই পৌরসভার দ্বিতীয় নির্বাচন হলেও সম্পূর্ণ ইভিএম পদ্ধতিতে প্রথমবারেরর মতো ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুন উদয় ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে তফসিল ঘোষণার সাথে সাথে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। ভোটারদের মাঝেও শুরু হয়েছে নির্বাচনী আলোচনাসমালোচনা।

উল্লেখ্য, ২০১৪ সালে নাজিরহাট পৌরসভা গঠিত হয়। ২০১৮ সালের ৩০ মার্চ প্রথম পৌরসভার নির্বাচন হয়। এতে আওয়ামী লীগ প্রার্থী মুজিবুল হককে (প্রয়াত) পরাজিত করে বিএনপি প্রার্থী সিরাজ উদ দৌল্লাহ প্রথম মেয়র নির্বাচিত হন। পরে তিনি আওয়ামী লীগে যোগ দেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর চাম্বলে হাতির হামলায় কৃষকের মৃত্যু
পরবর্তী নিবন্ধচান্দগাঁও ও সদরঘাট থানার ওসি পদে রদবদল