নগরীর হালিশহরের বন্দরটিলা জেলে পাড়া থেকে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধারের একটি মামলায় দুইজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্তরা হলেন, বন্দটিলা এলাকার মো. লিয়াকত আলীর ছেলে জিয়া উদ্দীন জিয়া ও কুমিল্লার মৃত মো. সুরুজ বেপারীর ছেলে মো. বেলাল হোসেন। গতকাল চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এই রায় ঘোষণা করেন।
এ সময় জিয়া উদ্দিন জিয়া কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। অপরজন মো. বেলাল হোসেন জামিনে গিয়ে পলাতক আছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নোমান চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এই রায় ঘোষণা করেছেন। আদালত সূত্র জানায়, ২০১২ সালের ৫ অক্টোবর অস্ত্র উদ্ধারের এ ঘটনা ঘটে। এসময় মো. জিয়া উদ্দীন জিয়া ও মো. বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র আইনে মামলাটি দায়ের হয়। আদালতসূত্র আরো জানায়, মামলার তদন্ত কার্যক্রম শেষ করে একই বছরের ২৫ অক্টোবর চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এরপর ২০১৩ সালের ২৯ জুলাই দুজনের বিরুদ্ধে চার্জগঠন হয়।