৬ দফার সঙ্গে জড়িয়ে আছে চট্টগ্রামের নাম

ছয় দফা দিবসের আলোচনায় বক্তারা

| বৃহস্পতিবার , ৮ জুন, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

ছয় দফাকে বলা হয়ে থাকে বাঙালির মুক্তির সনদ। এর হাত ধরেই এসেছে বাংলাদেশের স্বাধীনতা। ১৯৬৬ সালের ৭ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ছয় দফা ঘোষণা করেন। দিবসটিকে স্মরণ করে চট্টগ্রামসহ সারাদেশে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।

চসিক : জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঘোষিত ছয় দফা দাবির সাথে চট্টগ্রামের নাম জড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল বুধবার নগরীর লালদীঘিস্থ ছয় দফা মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়র এবং কাউন্সিলরবৃন্দ। এসময় মেয়র বলেন, বঙ্গবন্ধু তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং চট্টগ্রামের জনগণের বীরত্বের ইতিহাসকে মাথায় রেখে চট্টগ্রামে প্রথম প্রকাশ্য জনসভার মাধ্যমে ছয় দফা তুলে ধরেন। স্কুলছাত্র থাকা অবস্থায় আমার সরাসরি বঙ্গবন্ধুর সে ঘোষণা শোনার সুযোগ হয়েছিল। এই ছয় দফা ঘোষণার পর চট্টগ্রামসহ সারাদেশের সচেতন মানুষরা বুঝতে পারে আমাদের স্বাধীনতার লড়াই সন্নিকটে।

এসময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর জহর লাল হাজারী, হাসান মুরাদ বিপ্লব, গোলাম মো. জোবায়ের, মো. আবদুস সালাম, এম আশরাফুল আলম, নূর মোস্তফা টিনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য প্রমুখ।

চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ছয় দফা দিবস পালন উপলক্ষে গতকাল বুধবার উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে সাথে নিয়ে চবি বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে উপস্থিত ছিলেন। এছাড়াও চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, মোহাম্মদ আলী, প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ, প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

উত্তর জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৬ দফাই ছিল মূলত বাঙালির মুক্তিসনদ এবং বাঙালির এগিয়ে যাওয়ার নির্ভুল দিক নির্দেশনা। এই ৬ দফার পথ ধরেই এদেশের স্বাধীনতা এসেছে। যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সহ সভাপতি অধ্যাপক মো মঈনুদ্দিন, মো. আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলা প্রমুখ।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ : গতকাল বিকেল ৪টায় আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে ঐতিহাসিক ছয় দফা দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি (ভারপ্রাপ্ত) মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা প্রদীপ দাশ, এডভোকেট জহির উদ্দিন, মোছলেহ উদ্দিন মনসুর, এডভোকেট মির্জা কছির উদ্দিন, খোরশেদ আলম, এডভোকেট মুজিবুল হক, বোরহান উদ্দিন এমরান, ডা. তিমির বরণ চৌধুরী, মোস্তাক আহমদ আঙ্গুর প্রমুখ।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ : সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের উদ্যোগে ঐতিহাসিক ৬ দফা দিবস উদযাপন করা হয়েছে। গতকাল জেলা আইনজীবী সমিতির তিন নম্বর মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু মোহাম্মদ হাশেম এবং সঞ্চালনায় ছিলেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব এএইচএম জিয়াউদ্দিন। সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি এএম আনোয়ারুল কবির, মো. মুজিবুল হক, রতন কুমার রায়, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সমিতির বর্তমান সাধারণ সম্পাদক এএসএম বজলুর রশিদ মিন্টু প্রমুখ।

মুক্তিযুদ্ধের প্রজন্ম বৃহত্তর চট্টগ্রাম : মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে ঐতিহাসিক ৬ দফা দিবসের আলোচনা সভা সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে গতকাল সকালে নগরীর দোস্ত বিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। বক্তব্য রাখেন আবদুল মালেক খান, এডভোকেট সাইফুন নাহার খুশী, ডা. ফজলুল হক সিদ্দিকী, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, কামাল উদ্দিন, দীপন দাশ, নবী হোসেন সালাউদ্দিন, শিলা চৌধুরী, এস এম রাফি, নুসরাত জাহান, রিমন বিন আরমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবন্দরটিলায় অস্ত্র উদ্ধার মামলায় দুজনের ১০ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধবেঁচে থাকলে ৬৭ ছুঁতেন লাকী আখন্দ