নগরীর আন্দরকিল্লায় পুলিশের ডিউটিকালীন কার্যক্রম ফেসবুকে লাইভ করে উসকানি দেয়ার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গত রোববার দুপুরে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. রায়হান প্রকাশ আব্দুল্লাহ আল রায়হান (২২) নামে এ তরুণ সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের মীর্জাখিলের আবদুল গফুরের ছেলে। তাদের বাসা চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকে। গ্রেপ্তার যুবক ছাত্রশিবিরের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দীন জানান, আন্দরকিল্লা জামে মসজিদের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন, কিছু একটা হতে চলেছে উল্লেখ করে নিজের ফেসবুক থেকে লাইভে প্রচার করছিল ওই তরুণ। তার মোবাইল সেট ও ফেসবুক থেকে বিভিন্ন ছবি সম্বলিত ১৬ পাতা স্ক্রীন শর্টের প্রিন্ট কপি জব্দ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, সে এবার এইচএসসি পাশ করেছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় এসআই সাদ্দাম হোসেন বাদী হয়ে কোতোয়ালী থানায় আসামির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।