ফাগুয়া

শেলী হারিস | বুধবার , ৮ ডিসেম্বর, ২০২১ at ৬:১৩ পূর্বাহ্ণ

চাঁদের হাসির উজল ধারায় মন উড়ে
যায় দূরে
কাঁঠাল তলায় আলো আঁধারের
সুদর্শনারা ওড়ে
ভাষাহীন মেঘ গড়াগড়ি খায় আকাশ খেলার মাঠে
নদী পারাপার বন্ধ হয়েছে রূপসা
নদীর ঘাটে
কাঠগোলাপের সুবাস আসছে
দখিন বাগিচা থেকে
বুকের ভিতর রুপোর কৌটা
গচ্ছিত ধন রেখে
আজ নিরালায় বসে ভাবি মনে
এমনি চাঁদনি রাতে
ফাগুয়ার দিনে ভালোবেসেছিলে
তুমি নাই আজ সাথে।

পূর্ববর্তী নিবন্ধআমাদের সমাজ ও পার্থিব উন্নতির পথ
পরবর্তী নিবন্ধ‘কলেজিয়েটস’ : কেন এতো ভালোবাসি তারে