দেশের প্রাচীনতম এবং স্বাধীন দেশের প্রথম প্রকাশিত পত্রিকা ‘দৈনিক আজাদী’ ৬২ তম বর্ষে পদার্পণ করেছে। এই মহতী দিনে প্রিয় আজাদী’র জন্য প্রাণঢালা অভিনন্দন। স্কুলজীবন থেকেই আজাদীর সাথে আছি। আজাদী তেমন আজও আমার পরিবারের সদস্য হয়েই আছে। সামাজিক দায়বদ্ধতায় বস্তুনিষ্ঠ লিখনীর মাধ্যমে যুগের পর যুগ একটি পত্রিকা কিভাবে সমাজে কাজ করে চলেছে সবার জন্য তা কেবল আজাদীই অনুকরণীয়। আজাদী’র সাথে চট্টগ্রামবাসীর আত্মিক সম্পর্ক সবসময়ই রয়েছে। বছরের পর বছর মানুষের সুখে-দুখে পাশে থেকে প্রজন্ম থেকে প্রজন্মের মণিকোঠায় স্থান করে নিতে পারছে তা না হলে এত দীর্ঘ পথ পাড়ি দেয়া কঠিন। পাঠকের চাহিদাকে প্রাধান্য দিয়ে সময়োপযোগী প্রকাশনার পাশাপাশি নবীন লেখকদের প্রতিনিয়ত উৎসাহ যুগিয়ে যাচ্ছে। আজাদী তার বিভিন্ন বিভাগের মাধ্যমে লেখকদের সুযোগ তৈরী করে দিয়েছে। ইতিহাস ও ঐতিহ্যের ধারক বাহক আজাদী বরাবরের মতই এগিয়ে চলুক বহুদূর-এই প্রত্যাশায় শুভ কামনা রইল।