প্রার্থীদের মনোনয়ন জমাদানে হিড়িক

বাঁশখালী

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ মে, ২০২২ at ৪:৫২ পূর্বাহ্ণ

বাঁশখালীর নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন জমাদানে হিড়িক পড়েছে। ১৪ ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে মনোনয়ন জমাদানে বাঁশখালী উপজেলা পরিষদ প্রাঙ্গন ছিল উৎসবমুখর। উপজেলা নির্বাচন অফিসে ৬টি ইউনিয়ন এবং উপজেলা অফিসার্স ক্লাবে ৮টি ইউনিয়নের মনোনয়নপত্র দাখিল করা হয়। তবে গতকাল কতজন মনোনয়নপত্র জমা করেছেন তার সুনিদিষ্ট তথ্য দিতে পারেনি নির্বাচন অফিস। তবে অফিসে কর্মরত কয়েকজন কর্মচারী জানান, সারাদিন কয়েকশত প্রার্থীর মনোনয়নের কাগজপত্র জমা নেওয়াতে কতজন জমা করছে তার হিসেব করা হয়নি। আজ শেষ দিন সব তথ্য একসাথে দেওয়া যাবে।
উপজেলার ১৪ ইউনিয়নে আগামী ১৫ জুন ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফশীল অনুসারে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, মনোনয়নপত্র বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে, ভোটগ্রহণ ১৫ জুন।

পূর্ববর্তী নিবন্ধচেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন দুই স্বতন্ত্র প্রার্থী
পরবর্তী নিবন্ধপ্রথম দিনে দুই চেয়ারম্যানসহ ৪১ প্রার্থীর মনোনয়ন জমাদান