চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন দুই স্বতন্ত্র প্রার্থী

পরৈকোড়ায় উপনির্বাচন

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ মে, ২০২২ at ৪:৫২ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে গতকাল সোমবার চেয়ারম্যান পদে দুই স্বতত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন আওয়ামীলী নেতা মো. নাজিম উদ্দীন সুজন ও নাজিম।
পরৈকোড়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনের রিটার্নিং অফিসার নুরুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ জুন পরৈকোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তপশীল অনুযায়ী আজ মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। ১৯ মে মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে। আর ২৬ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে টানা ৩ বার চেয়ারম্যান নির্বাচিত হন মামুনুর রশিদ চৌধুরী আশরাফ। শারীরিক অসুস্থতার কারণে গ্যাজেট প্রকাশের পর গত ১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। তবে এর ১ সপ্তাহ পর তিনি ভার্চ্যুয়ালি শপথ গ্রহণ করেন। শপথের পর পর তাঁর শারীরিক অবস্থার আরো অবনতি হলে গত ৫ মার্চ তিনি ইন্তেকাল করেন। যার কারণে নির্বাচন কমিশন পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা করে।

পূর্ববর্তী নিবন্ধদেশে এক সপ্তাহে রোগী বেড়েছে
পরবর্তী নিবন্ধপ্রার্থীদের মনোনয়ন জমাদানে হিড়িক