ঈদের পরপরই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগসহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলনের প্রস্তুতি নিয়েছেন কেন্দ্রীয় নেতারা। মূলত ঈদের পর মে মাসের শেষের দিকে ধারাবাহিকভাবে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলন হবে এমনটা প্রায় নিশ্চিত। এদিকে ঈদের পর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগেরও সম্মেলনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা।
কেন্দ্রের এমন বার্তায় চট্টগ্রামে আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতিতে নতুন হাওয়া বইতে শুরু করেছে। মহানগর থেকে শুরু করে জেলার সর্বত্র আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। হতাশায় ঝিমিয়ে পড়া দীর্ঘদিনের পদবঞ্চিত নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন। নগরীর পাশাপাশি জেলার সর্বত্র আলোচনা চলছে- ঈদের পর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পাশাপাশি উত্তর-দক্ষিণ ও মহানগর যুবলীগের সম্মেলন নিয়ে। সম্মেলনের মাধ্যমেই আসবে নতুন নেতৃত্ব। আর এই নেতৃত্বে কারা আসছেন- সেই আলোচনার পাশাপাশি চলছে নানামুখী দেনদরবারও।
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের বায়োডাটা চেয়েছেন কেন্দ্রীয় যুবলীগ। আগামী ২ এপ্রিল থেকে ৫ এপ্রিল যুবলীগের কেন্দ্রীয় দপ্তরে নিজেদের বায়োডাটা (শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য) জমা দেয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সম্মেলনের ব্যাপারে মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর কাছে জানতে চাইলে তিনি আজাদীকে জানান, মহানগর যুবলীগের সম্মেলন মে মাসের শেষের দিকে হবে বলে কেন্দ্র থেকে জানানো হয়েছে।
এদিকে দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী আজাদীকে জানান, আমরা যখন ঢাকায় গিয়েছিলাম তখন আমরা বলেছি ঈদের পর সম্মেলন করার জন্য। উনারা (কেন্দ্রীয় নেতারা) ঈদের পর সম্মেলন করবেন বলে জানিয়েছেন এবং আমাদেরকে জানাবেন বলেছেন। কেন্দ্রীয় একটি সূত্র জানিয়েছে, ঈদের পর এক সাথে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলন ২৭, ২৯ এবং ৩১ মে এরকম তারিখেই হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে গত ২২ মার্চ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতাদের সাথে সার্কিট হাউজে বৈঠক শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের) ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন সাংবাদিকদের জানিয়েছেন, জুন মাসে নেত্রীর (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সুবিধা মত একটি তারিখ নির্ধারণ করে মহানগর আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন করতে চাই। সামনে বর্ষা। আগস্টে আমরা কোনো সম্মেলন করি না। সেজন্য আমাদের টার্গেট হচ্ছে জুনের মধ্যে সম্মেলন শেষ করা।











