প্রথম বিভাগ হকি লিগের সমাপনী আজ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৪ জানুয়ারি, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

সিজেকেএস ১ম বিভাগ হকি লিগের সমাপনী আজ। সুপার ফোরের শেষ খেলায় আজ ৩য় স্থান নির্ধারণী এবং চ্যাম্পিয়নশিপের লড়াই হবে। এম এ আজিজ স্টেডিয়ামে আজ বেলা ১.৩০টায় দিনের প্রথম খেলায় অংশ নেবে মাদারবাড়ী উদয়ন সংঘ এবং বঙীরহাট ইয়ংমেন্স ক্লাব। এ খেলাটিতে তৃতীয় স্থান নির্ধারিত হবে। দিনের দ্বিতীয় খেলা বিকাল ৩টায় শুরু হবে। এতে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নামবে চট্টগ্রাম আবাহনী লিমিটেড এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র(চট্টগ্রাম)।

আবাহনী ড্র করলেই চ্যাম্পিয়ন হবে। তারা গোল গড়ে এগিয়ে আছে। অন্যদিকে মুক্তিযোদ্ধাকে চ্যাম্পিয়ন হতে হলে জয় পেতে হবে। আজকের খেলায় দু’দলেই দেখা যাবে জাতীয় তারকাদের।

খেলা শেষে প্রধান অতিথি থাকবেন সিজেকেএস সম্পাদক আ জ ম নাছির উদ্দীনএবং বিশেষ অতিথি থাকবেন সুপার ফোর পর্বের ১ম খেলায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) ৪-১ গোলে মাদারবাড়ি উদয়ন সংঘকে পরাজিত করে।

এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বিজয়ী দলের পক্ষে ইমতিয়াজ ৩টি ও সুমন্ত ১টি গোল করেন। মাদারবাড়ি উদয়ন সংঘের পক্ষে একমাত্র গোলটি করেন কলিমউদ্দিন। একই মাঠে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় চট্টগ্রাম আবাহনী লিমিটেড ৭-০ গোলে বক্সিরহাট ইয়ং ম্যান্স ক্লাবকে পরাজিত করে। চট্টগ্রাম আবাহনী লিমিটেডের পক্ষে মিমু ও শহীদুল ২টি করে গোল করেন। এছাড়া পারভেজ, বেলাল, ইমন প্রত্যেকে করেন ১টি করে গোল।

পূর্ববর্তী নিবন্ধতারা দিদিকে মেরে ফেলে, আমি লুকিয়ে দেখেছি
পরবর্তী নিবন্ধভোজ্য তেল আমদানিতে ভ্যাট ছাড় রোজা পর্যন্ত বাড়ল