প্রকৃতির অন্তরঙ্গতা

লিপি বড়ুয়া | রবিবার , ২৯ নভেম্বর, ২০২০ at ১০:৪৯ পূর্বাহ্ণ

মাথার উপর সুনীল আকাশটা
বুক জুড়ে তার সাদা মেঘের ভেলা
তন্ময় হয়ে ভাবি তার কত রকম ক্ষমতা
সে কেবল রোদে পোড়ায় না
বৃষ্টিতেও ভেজায়।
কালো মেঘ মনকে করে ভারাক্রান্ত
আবার রিমঝিম বৃষ্টির ছন্দে মন হয় চঞ্চল,
তার গায়ে পেঁজা তুলোর মতো মেঘ দেখলে
মনে আনন্দের ঢেউ জাগে।

আহা একি অঙ্গে তার কত শোভা
আকাশের গায়ে সাদা মেঘের ছুটে চলা
সাগরের বুকে আকাশের মিশে যাওয়া।
কী অপূর্ব প্রকৃতির অন্তরঙ্গতা
আকাশ ফুঁড়ে বেরিয়ে আসে সকালের সূর্যটা
রোদ ঝলমলে আলোকচ্ছটায়
পৃথিবীর পরিবেশ হয় মুখরিত।
দিবা রাত্রির যাত্রী হয়ে
আমাদের ছুটে চলা অবিরত।

পূর্ববর্তী নিবন্ধশীত আনে
পরবর্তী নিবন্ধপূর্ণিমার পরশে