পূর্ণিমার পরশে

কাজী আনারকলি | রবিবার , ২৯ নভেম্বর, ২০২০ at ১০:৫০ পূর্বাহ্ণ

পূর্ণিমার পরশে, চাঁদ যেনো পড়ে খসে;
বাতায়ন পাশে বসি আনমনে,
টলমল আঁখি জলে, কার কথা পলে পলে
ভেবে যাই একা একা নির্জনে।

রাতের আকাশে এতো পুষ্প তারা বিছায়ে
বীণার ঝংকারে কে হৃদয় দিলো মাতায়ে
নিশাচর কারে খোঁজে
রাত জেগে ডেকে ডেকে বনে বনে।

প্রজাপতি মন উড়ে যায় হিমেল পবনে
স্বপ্ন কমল হয়ে খুঁজে ফেরে,
কুলায় ফেরেনা পাখি মুক্তির স্বাদ পেলে
চলে যায় বহুদূরে সব ছেড়ে।

শিউলি বকুল ঝরে পড়ে ধরণীর কোলে
হিয়াবন নেচে উঠে সহসা যে দোলে দোলে
শিশিরে বোনা শব্দে
আবেশ ছড়ায় মনে ক্ষণে ক্ষণে।

পূর্ববর্তী নিবন্ধপ্রকৃতির অন্তরঙ্গতা
পরবর্তী নিবন্ধশাটল ট্রেন