পূজো

শ্রীধর দত্ত | রবিবার , ২৫ অক্টোবর, ২০২০ at ৬:০৯ পূর্বাহ্ণ

পূজো মানে খুশি, পূজো মানে আনন্দ,
পূজো মানে শিউলি ফুলের সুঘ্রাণ ছড়ানো।
পূজো মানে পদ্ম ফুলের হাসি মিষ্টি বাতাস,
পূজো মানে কাশফুলের শুভ্রতায় নীলাকাশ।
পূজো মানে ঘরে ঘরে আনন্দের উৎসব,
পূজো মানে অপরূপ সাজ প্রতিটি পূজোমণ্ডপ।
পূজো মানে দূর করবেন ফসলের খড়া,
পূজো মানে সুখ শান্তি ও ধনধান্যে ভরা।
পূজো মানে দুঃখ কষ্ট করবেন মা দুর্গতি,
পূজো মানে ঢাক ঢোলে মায়ের আরতি।
পূজো মানে নতুন কাপড়ে রঙে রঙিন,
পূজো মানে লোভ হিংসা বিদ্বেষ বিলীন।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন মণ্ডপে নওফেলের উপহারসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধসুখের রঙ