সেন্ট প্ল্যাসিডস্ স্কুল অ্যান্ড কলেজের দুদিনব্যাপী ব্যাপী বিজ্ঞান উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিজয়ী বিজ্ঞানীদের মধ্যে পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়। গত ২ সেপ্টেম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আমান উল্লাহ। তিনি বলেন, এই বিজ্ঞান উৎসব শিক্ষার্থীদের সৃজনশীলতা উপস্থাপন করার উন্মুক্ত সুযোগ। যদি প্রজেক্টের উপস্থাপন সুন্দর হয় তবে তা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও আলোচিত হয়। প্রধান অতিথি শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের অনুশীলনের পাশাপশি স্বাধীনভাবে বিজ্ঞান চর্চা করার তাগিদ দেন এবং মস্তিষ্ককে সর্বদা সক্রিয় রাখতে মনোযোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার সব্রত লিও রোজারিও, সিএসসি শিক্ষার্থীদের প্রদর্শিত প্রজেক্টরগুলোর প্রশংসা করে বলেন, এই বিজ্ঞান উৎসবে শিক্ষার্থীরা আমাদের বিজ্ঞানের রহস্যময়তার কিছুটা স্বাদ দেখিয়েছে। যুগোপযোগী বিজ্ঞান প্রজেক্টগুলো আমাদের বিদ্যুৎ সাশ্রয়, পরিকল্পিত নগরায়ন, দূষণমুক্ত শহরের অবয়ব তুলে ধরেছে। এছাড়া তিনি মোবাইল অনাসক্তি ও ছাদ বাগানের উপর গুরুত্বারোপ করেন। শেষে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, চিত্রাংকন, দেয়ালিকা প্রদর্শনী ও বিজ্ঞান প্রজেক্টে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।