চন্দনাইশে দৈনিক ৪’ শ পরিবার পাবে ওএমএস’র চাল

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ৪ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৪৯ পূর্বাহ্ণ

চন্দনাইশে দৈনিক ৪’শ পরিবার ৩০ টাকা দরে ৫ কেজি করে পাবে ওএমএসের চাল। খাদ্য অধিদপ্তরের উদ্যোগে গত বৃহস্পতিবার চাল বিক্রির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।
খাদ্য পরিদর্শক মো. এরশাদ হোসেন জানান, চন্দনাইশ সদরে ৪টি এবং দোহাজারী পৌরসদরে ৩টি বিক্রয় কেন্দ্রে দৈনিক ৪’শ জনের নিকট ওএমএসের চাল বিক্রি করা হবে। শুক্র ও শনিবার বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। উদ্বোধনের দিন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মো. সায়েদ, একাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়সহ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধনারীর রাজনৈতিক ক্ষমতায়নে প্রতিবন্ধকতা দূর করতে হবে
পরবর্তী নিবন্ধপাঠ্য বইয়ের অনুশীলনের পাশাপশি স্বাধীনভাবে বিজ্ঞান চর্চার তাগিদ