পাঁচদিন পর ফের মৃত্যুশূন্য দিন দেখেছে চট্টগ্রাম। গত ২৪ ঘন্টায় করোনায় ১ জনেরও মৃত্যু হয়নি চট্টগ্রামে। এর আগে গত ২২ মে ও গত ২৭ এপ্রিল মৃত্যুশূন্য ছিল চট্টগ্রাম। সিভিল সার্জন অফিস জানায়, গত বছরের ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট ৬০৪ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে নগরীর ৪৩৫ জন ও জেলার ১৬৯ জন। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ৭৯ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে ৯৯ জন। সিভিল সার্জন অফিসের তথ্যমতে, চট্টগ্রামে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৯৭১ জনে। এর মধ্যে মহানগরীর বাসিন্দা ৪২ হাজার ২৫৭ জন ও জেলার ১০ হাজার ৭১৪ জন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৪ লাখ ৫৯ হাজার ৮৫ টি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৫২ হাজার ৯৭১ জনের। সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৯১ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ১১ জন ও জেলার ২৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। বিআইটিআইডিতে ৩১০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ৯ জন ও জেলার ২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ২ জন ও জেলার ২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে ১৬৮ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ১৮ জন ও জেলার ৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৩ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে জেলার ৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শেভরণে ১৩৯ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ৮ জন ও জেলার ২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪১ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে ১৩ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি আজাদীকে বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেন।