পরিচয়

মোহাম্মদ গিয়াসউদ্দিন | বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ at ৯:২৮ পূর্বাহ্ণ

মানুষ নামের সত্তার সাথে ,

জুড়ে আছে, সুন্দর দু টো গুণ ,

একটা হলো তার মান !

অন্যটা হলো তার হুঁশ !

এ দুয়ের সমন্বয়

আমরা হয়ে উঠি মানুষ !

যে বা যারা হারিয়ে ফেলে ,

এ দু টো উন্নত গুণ ।

তারা তো মানুষ নয় ,

মানবের আবরণে অন্য কিছু ।

পূর্ববর্তী নিবন্ধঅচেনা আমি
পরবর্তী নিবন্ধহেমন্তের বিকেলের মায়া