পদ-পদবী নয়, নেতা হতে লাগে বড় হৃদয়

উত্তর জেলা বিএনপির সভায় গোলাম আকবর

| শুক্রবার , ১১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বর্ধিত সভা গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সাংসদ, সাবেক রাষ্ট্রদূত ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, গ্রুপবাজির ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে কমিটি করতে হবে। এ ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত নেতাদেরকে যোগ্যতা দিয়ে আগামী তিন মাসের মধ্যে উপজেলা ও পৌরসভা সম্মেলন শেষ করতে হবে। তিনি বলেন, সভাপতি-সাধারণ সম্পাদক বা পদ-পদবী হলেই নেতা হওয়া যায় না, নেতা হতে লাগে বড় হৃদয়। সাংগঠনিক সম্পাদক মাহ্বুবের রহমান শামীম বলেন, ঘরে বসে নয় এলাকায় গিয়ে সকাল ত্যাগী নেতাকর্মীদেরকে সম্পৃক্ত করে কমিটিগুলো করতে হবে। সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ বলেন, ভাইয়ের রাজনীতি নয় দলের রাজনীতি করতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়।
মো. নুরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক ইউনুস চৌধুরী, ছালাহ উদ্দিন, নুর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, ডা. খোরশেদ জামিল, আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সেলিম চেয়ারম্যান, নুরুল আমিন চেয়ারম্যান, ইউসুফ নিজামী, কাজী সালাউদ্দিন, সালাউদ্দিন সেলিম, সামসুল আলম আজাদ, ডা. রফিকুল আলম, মীরসরাই উপজেলা কমিটির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব গাজী নিজামুদ্দিন, মীরসরাই পৌর বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন, সদস্য সচিব জাহিদুল ইসলাম, বারইয়ারহাট পৌরসভার আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনার, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ইসহাক কাদের চৌধুরী, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, সীতাকুণ্ড পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ মোহাম্মদ সেলু, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর ঠাকুর, সন্দ্বীপ পৌর বিএনপির আহ্বায়ক মো. আহসানুল কবির রিপন তালুকদার, সদস্য সচিব আবুল বাশার, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিমুল্লাহ বাহার, সদস্য সচিব জহির আজম চৌধুরী, ফটিকছড়ি পৌর কমিটির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, সদস্য সচিব আবুল কালাম আজাদ, নাজিরহাট পৌর বিএনপির আহ্বায়ক মো. এজাহার মিয়া, সদস্যসচিব শাহনেয়াজ সেবুল, হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব ওহিদুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সদস্য সচিব আনোয়ার হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আবু মোহাম্মদ, সদস্য সচিব ইফতেখার উদ্দিন খান, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, সদস্য সচিব আবু আহমেদ হাসনাত, পৌর বিএনপির আহ্বায়ক মাহ্বুব সাফা, সদস্য সচিব আবদুস সালাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৪ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধআনোয়ারার নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ