৪ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

প্লাস্টিক ব্যাগ ব্যবহার

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করায় ৪ ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে বাড়বকুণ্ড বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পাট অধিদপ্তরের সহকারী পরিচালক ফারুক তালুকদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাহাদাত হোসেন জানান, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার আইন অনুযায়ী চাল, ডাল, আটা, ময়দা, ভুট্টাসহ অন্য নিত্যপণ্যে পাটজাত মোড়ক ব্যবহারে বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু কিছু ব্যবসায়ী এ নিয়ম না মেনে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করছেন। তাই পাটজাত দ্রব্য বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্য করায় সুমনের স্টোরের মালিক মো. সুমন কে ১০হাজার টাকা, কাশেম খাদ্য ভান্ডারের মালিক আব্দুল মোতালেবকে ১০ হাজার টাকা, এ জে স্টোরের মালিক জামাল উল্লাহকে ৫ হাজার টাকা ও জাকির স্টোরের মালিক জাকির হোসেনকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
পরবর্তী নিবন্ধপদ-পদবী নয়, নেতা হতে লাগে বড় হৃদয়