পটিয়ায় সিএনজি টেক্সিচালক গ্রেপ্তার

স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৭ জুন, ২০২২ at ১০:৪৭ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার আশিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় মো. রিপন (২৪) নামে এক সিএনজি টেক্সি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার আশিয়া ইউনিয়নের বাংলাবাজার মল্লাপাড়া এলাকার আবু ছৈয়দের পুত্র। গতকাল সোমবার সকালে পটিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, আশিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আকলিমা আকতার স্কুলে ক্লাস শেষ করে গত ২৭ মে একটি সিএনজি করে বাড়ি ফিরছিলেন। গাড়িতে থাকা সিএনজি চালক রিপন অতর্কিতভাবে স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত করে রক্তাক্ত করে।

এ ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড হয়েছে। ওই মামলায় গাড়ি চালক রিপনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পটিয়া থানার উপ-পরিদর্শক সনজয় সেন জানিয়েছেন, স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় গাড়ি চালককে গ্রেপ্তার করে সোমবার পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫ দিনের রিমান্ড চেয়ে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধড্রাইভার ও যাত্রী সেজে সর্বস্ব লুটে নেয় তারা
পরবর্তী নিবন্ধ‘তবু যদি খোঁজ মেলে’