পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদে গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে ভোট কেন্দ্র দখল, সন্ত্রাসী ও ভোট ডাকাতির অভিযোগ এনে ৫টি কেন্দ্রে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুর রশিদ দৌলতি। এ অভিযোগে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন তিনি। গতকাল সোমবার সন্ধ্যায় পটিয়ার একটি কমিউনিটি সেন্টার এক সংবাদ সম্মেলনে আবদুর রশিদ এ তথ্য জানান।
এ সময় তিনি বলেন, গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নিবার্চনে ৫,৬ ও ৭নং ওয়ার্ডে সন্ত্রাসী বাহিনী নৌকার প্রার্থীর পক্ষে মৃত ও প্রবাসীদের ভোট গ্রহণসহ জোরপূর্বক ব্যালেট পেপারে সীল মেরে নেয়। এসব কেন্দ্রে গড় কাস্টিং ভোট ৯৩.৩%। অন্যদিকে ৪ নম্বর ওয়ার্ডে ও ৮ নম্বর ওয়ার্ডের কেন্দ্রে ভোট ডাকাতি করতে গেলে প্রশাসনের লোকজন ভোট কেন্দ্র বন্ধ করে দিয়ে ব্যালেট পেপার ও ভোটের যাবতীয় সরঞ্জাম উপজেলা নিবার্চন অফিসে নিয়ে আসেন। এমতাবস্থায় স্থগিতকৃত ভোট কেন্দ্রেসহ ৫টি ভোট কেন্দ্রে পুনর্নির্বাচন অনুষ্ঠান ও এই ইউনিয়নের নির্বাচনী গেজেট না করার দাবি জানানো হয়।