পংক্তিমালায়

সৈয়দ জিয়াউদ্দীন | বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৩৯ পূর্বাহ্ণ

জন্মদিনে কিশোর ভাবে

চকলেট কেক একাই খাবে

আরো পাবে নতুন রঙ্গিন জামা বাবার হাতে

বিকেল বেলা পার্কে যাবে ঘুরতে দিদির সাথে

যৌবন কালে জন্মদিনের ভাবনা আরেক

বাঁকা ঠোঁটের মিষ্টি হাসি দেখবে বার এক

জলন্ত মোমবাতির পিছে দৃষ্টি ঘোরায়

কখন প্রিয় ভালোবাসার মুখ দেখা পায়

হাসি খুশির জন্মদিনটি রঙ্গিন সাধের

যৌবনে এই দিনটি প্রেমিক প্রেমিকাদের

প্রৌঢ়ত্বের জন্মদিনে কৃতজ্ঞতার হাসি

মুখটি ভরে লেগেই থাকে ‘তোমায় ভালোবাসি’

স্মরণ পাতায় খুঁজে ফিরে ফেলে আসা দিন

হাস্যরসের সেই দিনগুলোর স্মৃতি অমলিন

লাঠি হাতে জন্মদিনে দাদু বসে ভাবেন

জন্মদিনের সেদিনগুলো আরকি ফিরে পাবেন

ছোট্ট নাতী গল্প শুনে দাদুর পাশে বসে

দাদীও হন পুলকিত দাদুর হাস্যরসে

জন্মদিনে কবি বসে জীবন বোধের ফাঁকে

পক্তিমালায় বিশ্বাসেরই জল ছবিটি আঁকে।

পূর্ববর্তী নিবন্ধঅনাত্মীয়
পরবর্তী নিবন্ধশীত কুয়াশা