নীলফামারীর সদর উপজেলার কুন্দরপুর ইউনিয়নের বউবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে তিন ভাইবোনসহ চারজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে খুলনাগামী মেইল ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- স্থানীয় রেজোয়ান আলীর তিন সন্তান ইমা আক্তার (১২), লিমা আক্তার (৮), মনিনুর রহমান (৬) এবং প্রতিবেশী আনোয়ার হোসেনের ছেলে শামীম (৩৫)। জানা গেছে, ওই স্থানে রেল লাইন পারাপারের জন্য সেখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছিল। নির্মাণ কাজের একটি ইটের ট্রাক এলে সেটি দেখতে যায় শিশুরা। এ সময় ট্রেন এলে এ দুর্ঘটনা ঘটে। শামীম ওই শিশুদের ট্রেন দুর্ঘটনা থেকে বাঁচাতে গিয়ে নিজেও কাটা পড়ে নিহত হন।
নীলফামারী পুলিশ সুপার মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বউবাজার এলাকায় রেল লাইনে দুজন গেটকিপার নিয়োগের আশ্বাস দেন। পরিবারগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার অনুরোধ জানান।