বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া গত মার্চে যুক্তরাষ্ট্রে একটি রেস্টুরেন্ট চালু করেছেন। এর নাম দিয়েছেন ‘সোনা’। কাজের চাপে এতদিন সেখানে যেতে পারেননি এই তারকা। তবে লন্ডনে শুটিং শেষে সুযোগ পেয়েই উড়াল দিলেন নিজের রেস্টুরেন্টে। খবর বাংলানিউজের।
সঙ্গে নিয়েছেন কয়েকজন বন্ধুকেও। তাদের সবাইকে খাওয়ালেন ভারতীয় জনপ্রিয় খাবার ফুচকা। একই সঙ্গে খাবারের টেবিলে ছিল চিংড়ির পাকোড়া ও চাটনিসহ ধোসা। খবর বাংলানিউজের।
নিজের ইনস্টাকগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। এতে দেখা যাচ্ছে তার সামনে টেবিলে সাজানো রয়েছে একাধিক খাবার। ক্যাপশনে প্রিয়াঙ্কা লেখেন, ‘দ্য আমেজিং সোনা এঙপিরিয়েন্স, ফাইনালি। গত মার্চে প্রখ্যাত রেস্টুরেন্ট ব্যবসায়ী মনীশ গোয়েলের সঙ্গে যৌথভাবে নিউ ইয়র্ক শহরে ভারতীয় খাবারের রেস্টুরেন্টটি দেন প্রিয়াঙ্কা চোপড়া। তিন বছর ধরে এটি দেওয়ার বিষয়ে পরিকল্পনা করেছিলেন অভিনেত্রী। রেস্টুরেন্টটিতে প্রিয়াঙ্কা তার নিজের ডাকনামে একটি প্রাইভেট ডাইনিংয়েরও ব্যবস্থা রেখেছেন, যার নাম দিয়েছেন ‘মিমি’।