ওয়েব সিরিজে আসাদুজ্জামান নূর

| সোমবার , ২৮ জুন, ২০২১ at ৭:২৮ পূর্বাহ্ণ

সময়ের সঙ্গে দর্শকপ্রিয়তা পাচ্ছে ওয়েব সিরিজ। নাটক-চলচ্চিত্রের পাশাপাশি অভিনয়শিল্পীরাও এই মাধ্যমে ঝুঁকেছেন। প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করলেন বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর। পাঁচটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে নির্মিত হয়েছে অ্যান্থোলজি সিরিজ ‘উনলৌকিক’। এটি পরিচালনা করেছেন রবিউল আলম রবি। এতে দেখা যাবে আসাদুজ্জামান নূরকে। অনেক দিন নির্মাণ থেকে দূরে ছিলেন পরিচালক রবিউল আলম রবি। তা জানিয়ে এই নির্মাতা বলেন, চলচ্চিত্র নিয়ে পড়াশোনার জন্য নির্মাণ থেকে প্রায় ২ বছরের বিরতি নিয়েছিলাম। দেশে ফিরে আসার পর মনে হয়েছে এই অভিজ্ঞতা কাজে রাগানো উচিত। ‘উনলৌকিক’ আমার জন্য একটি বিশেষ প্রকল্প। প্রিয় লেখক শিবব্রত বর্মনের লেখা গল্পগুলো এ ক্ষেত্রে আমার নিরীক্ষণের ভিত্তি হিসেবে কাজ করেছে। আসাদুজ্জামান নূর ছাড়াও ওয়েব সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, ইরেশ যাকের, রাফিয়াথ রশীদ মিথিলা, মোস্তফা মনোয়ার, সোহেল মণ্ডল, ফারহানা হামিদ, নাজিবা বাশার প্রমুখ। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার গল্প নিয়ে সাজানো হয়েছে ‘উনলৌকিক’। সিরিজটির প্রতিটি পর্বের আলাদা নাম রয়েছে। এগুলো হলো ‘মরিবার হলো তার স্বাদ’, ‘দ্বিখণ্ডিত’, ‘হ্যালো লেডিস’, ‘মিস প্রহেলিকা’ এবং ‘ডোন্ট রাইট মি’। আসাদুজ্জামান নূরকে দেখা যাবে ‘ডোন্ট রাইট মি’ গল্পে। ঈদুল আজহা উপলক্ষে একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিরিজটি।

পূর্ববর্তী নিবন্ধনিজের রেস্তোরাঁয় প্রিয়াঙ্কা
পরবর্তী নিবন্ধইমন-বুবলী একসঙ্গে