আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে। নগরীর নাসিরাবাদে হাজী ছলিমা খাতুন ও চাঁনমিয়া সওদাগর ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। সম্প্রতি নাসিরাবাদস্থ ছলিমা ভবনে গরীব অসহায় শতাধিক স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতররণ করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মোহসীনের সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহেদ হোসেন টিটুর পরিচালায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগের সাবেক সদস্য মো. হেলাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহেদুল আলম অপু।
বিশেষ অতিথি ছিলেন– যুবলীগ নেতা নাছির উদ্দিন, মাওলানা হাফেজ আবুল মনছুর হেলালী, মুহাম্মদ নুরুুজ্জামান রজবী, রোটারিয়ান মো. জিয়াউর রহমান, মো. ইকবাল হোসেন, মো. মোফাক্কুর আলম, মো. নাসির উদ্দিন, মো. জিয়াউক হক জিয়া, মো. আলামিন, মো. আরমান চৌধুরী, মো. মাহামুদ সরকার, মুনতাসির মাহামুদ, মো. ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।