রং-তুলিতে শীতের ছবি

সুব্রত চৌধুরী

| বুধবার , ১৮ জানুয়ারি, ২০২৩ at ৬:২৬ পূর্বাহ্ণ

রংতুলিতে আঁকে খুকু শীতের দিনের ভোরে

গাছি এসে মিষ্টি হেসে দেয় যে টোকা দোরে।

মায়ের কোলে ঘুমায় খোকা নকশীকাঁথা মুড়ে

চুলে কাটে ইলিবিলি ঘুমপাড়ানি সুরে।

রংতুলিতে আঁকে খুকু দাদী বসে দাওয়ায়

মিঠে রোদে সুঁইয়ের ফোঁড়ে ঝিরিঝিরি হাওয়ায়।

এক্কা দোক্কা খেলে খুকুর খুশির জোয়ার প্রাণে

বাড়ি বাড়ি পড়ে সাড়া পিঠে পুলির ঘ্রাণে।

রংতুলিতে আঁকে খুকু নদীর পাড়ে মেলা

চড়ুইভাতে খোকা খুকুর যায় যে কেটে বেলা।

ঝিরি ঝিরি হাওয়ার নাচন বনের গাছে গাছে

পুকুর জলে ঘাঁইটি মারে কাতাল, বোয়াল মাছে।

রংতুলিতে আঁকে খুকু শিমের মাচা জুড়ে

ভ্রমর ওড়ে ফুলে ফুলে মিষ্টি মধুর সুরে ।

পদ্মদীঘির বুকটা চিরে হংস মিথুন ভাসে

শাপলা শালুক ঢেউয়ের তালে পাপড়ি মেলে হাসে।

পূর্ববর্তী নিবন্ধনোরা নামে
পরবর্তী নিবন্ধনাসিরাবাদে শিক্ষাসামগ্রী বিতরণ