কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে বিশ্বের ১৬টি দেশে নিজ নাগরিকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। শনিবার দেশটির সাধারণ পাসপোর্ট অধিদপ্তর বিষয়টি জানিয়েছে বলে খবর সৌদি গেজেটের।
এ তালিকায় থাকা দেশগুলো হল, লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ভারত, ইয়েমেন, সোমালিয়া, ইথিওপিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ ও ভেনেজুয়েলা। খবর বিডিনিউজের।