নাইক্ষ্যংছড়ির কাগজিখোলা থেকে পাচারকালে ৩টি ট্রাকসহ ৭৬ লাখ টাকার পাথর ও পাচার সরঞ্জাম জব্দ করেছে নাইক্ষ্যংছড়ি বিজিবি। এ নিয়ে ১১ বিজবির নায়েক সুবেদার মো. আলিমুজ্জামান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
সূত্র জানায়, উপজেলা সদর থেকে ২৬ কিলোমিটার উত্তরে দুর্গম কাগজিখোলার ইটের সলিন নামক এলাকায় গত ২৮ মার্চ বিকালে ১১ বিজিবির একটি টহল দল পাহাড়ের ঝিরি থেকে অবৈধভাবে উত্তোলন করা পাথর ভর্তি ৩টি ট্রাক দেখতে পায়। বিজিবি জোয়ানরা সামনে অগ্রসর হলে ট্রাক ড্রাইভার ও হেলপাররা গাড়ি ফেলে পালিয়ে যায়।
১১ বিজবির নায়েক সুবেদার মো. আলিমুজ্জামান বলেন, আটককৃত পাথর ও অন্যান্য মালামালের মূল্য আনুমানিক ৭৬ লাখ টাকা। এগুলো থানায় জমা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, বাইশারী রেঞ্জ কর্মকর্তাদের যোগসাজশে দীর্ঘদিন ধরে পাথরসহ বনজ সম্পদ পাচার হচ্ছিল মাসের পর মাস। বিজিবির এ অভিযানে পাথর পাচারকারীদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।