মরুর কুহকে ভরা কত মরিচিকা পার হয়ে
দুঃখের অঞ্জলি দিতে খুঁজি সেই দক্ষিণগামিনী
নেভাও আগুন বুকে; হেসে উঠি তোমার অভয়ে
ভোরের বোঁটায় জাগো অবিরল উজ্জ্বল কামিনী।
কবে হবে লাবণ্যের ভরানদী, নদীর অধিক?
যৌবন, নগর, রাত্রি দিলে হৃদয়ে ভীষণ নাড়া
ফাগুন আসুক মনে ফুটুক জোছনা দিগ্বিদিক
সুরের প্রবাহে আনো তুলে অই কোমল কানাড়া।
দুলে ওঠা কলাবেণী অবিকল উপমা নদীর
বিষাদের মেঘদল অই চোখে নদী হয়ে নামে
খরার উত্তাপে চাই হতে সিক্ত সুগন্ধমদির
মোহনায় ছুটে চলো জোর হাওয়া লাগুক বাদামে।
তোমার সীমানা নেই নেই, দেশকাল কাঁটাতার
তবুুও ঘরোয়া তুমি বুকে বুকে ঘুমন্ত সেতার।