অক্টোপাস

বিভা ইন্দু | রবিবার , ১৮ এপ্রিল, ২০২১ at ৬:০৪ পূর্বাহ্ণ

রক্তাক্ত ক্ষত বিক্ষত
টেকনাফ থেকে তেঁতুলিয়া
ঘুটঘুটে আঁধারে
মিথ্যার রকমারি আবাদ
কালবৈশাখি ঝড় আজ মনের মন্দিরে
উদ্ধত রসনার লোলুপতায়
মৃতপ্রায় বকুল
রক্ত করবীর পাপড়িতে
এ কিসের ক্ষত!
পৈশাচিক উন্মাদনায়
বাড় বাড়ন্ত শকুনের আক্রোশ
ক্রোধান্ধ কেউটের উল্লাস,
অশ্রুসিক্ত বেদবেদান্ত
কোরান পূরাণ আদি মধ্য অন্ত
নির্লজ্জ লেবাসের মহড়ায়
দৈত্যকায় অক্টোপাস
জাপটে ধরেছে
পঞ্চাশ ফাগুনের পদাবলী ক্যানভাস,
স্বপ্নঘেরা বাংলা বাঙালির
লাল সবুজ উচ্ছ্বাস

পূর্ববর্তী নিবন্ধনদীর লিরিক
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম