চট্টগ্রাম

বদরুননেসা সাজু | রবিবার , ১৮ এপ্রিল, ২০২১ at ৬:০৫ পূর্বাহ্ণ

এখানে দর্শনীয় স্থান আছে কতো! পতেঙ্গা সৈকত
পারকি বীচ, ফৌজদার হাট সমুদ্র …..
আছে বহু পার্ক যাদুঘর হ্রদ চিড়িয়াখানা
এখানে শুঁটকী তৈরিতে সিদ্ধ হস্ত মানুষ
বাঁশের মাচার মধ্যে লম্বালম্বি শুঁটকী
সাজিয়ে কী সুন্দর শুকাচ্ছে!
এখানে কর্ণফুলির পাড় নেভাল-টু প্রতিবেশির মতো পাশে
দেখা যায় ছোঁয়া যায় জলতরঙ্গ
নৌকা সাম্পান ওয়াটার বাস জাহাজ, কোনটি নেই?
কিছু নোঙ্গর করা অন্য গুলো ছুটে যাচ্ছে নৌ বিহারে
এপাড় ওপাড় যাওয়া মানুষ নিয়ে, জেলে ও মাছ
ধরার জাল নিয়ে। জাহাজ যাচ্ছে যাত্রী নিয়ে
দারুচিনি দ্বীপ, সন্দ্বীপ-আরো নানান দিকে।
এখানে রয়েছে রুই মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র
হালদা নদী, এটিই পৃথিবীর বৃহত্তম জনন ক্ষেত্র ওদের
রুই মাছের বিশুদ্ধ জিন সংরক্ষণ করে হালদা
এর আরেক নাম প্রাকৃতিক জিনব্যাংক সমৃদ্ধ ‘মৎসখণি’
হালদার দুপাড়ের দৃশ্যে চোখ জুড়ায়।
এখানে লোকগীতি মাইজভান্ডারী ও আঞ্চলিক গান
হৃদয়ে প্রশান্তির পরশ জাগায়
সর্বভাষার সংমিশ্রণে মিশ্রিত এক
অভিনব চাঁটগামী ভাষা!
এখানে মানুষের মন সাগরের মতো উদার
পাহাড়ের মতো সুউচ্চ আকাশের মতো বিশাল;
চির সবুজ-হরিৎ বৃক্ষের মতো সবুজাভ হলুদ
সুন্দর শুভ্র সমুজ্জ্বল মানবতাবাদী
এখানে মানুষ অপরের সুখে সুখী, অপরের দুঃখে দুখী।
মায়ের মতো সবাইকে আপন মমতায় গ্রহণ করে চট্টগ্রাম।
এখান থেকে রচিত হয়েছে অমর একুশের প্রথম কবিতা
‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’।
চট্টগ্রামেই এবার শুরু হয়েছে বিশ্বে প্রথম
অনলাইন বাংলা বইমেলা-২০২০। মাসব্যাপী
এ বই মেলা সম্পন্ন হল চট্টগ্রাম একাডেমিতে।
সত্যি! চট্টগ্রাম নামটি অপরূপ মহিমান্বিত জৌলুসে পরিপূর্ণ।

পূর্ববর্তী নিবন্ধঅক্টোপাস
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে ইফতার সামগ্রী বিতরণ