এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নতুন নতুন রূপে হাজির হয়ে মুগ্ধতা ছড়ান এই অভিনেত্রী। ইতোমধ্যে নিজের অভিনয় দক্ষতায় জায়গা করে নিয়েছেন দর্শকদের মণিকোঠায়। সমপ্রতি আবারও নতুন রূপে হাজির হচ্ছেন মেহজাবীন।
‘দ্য সাইলেন্স’ নামের নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। সিরিজটি নির্মাণ করেছেন ভিকি জাহিদ। এরইমধ্যে নিজের ফেসবুক পেজে সিরিজের একটি পোস্টার শেয়ার করেছেন লাস্যময়ী এই অভিনেত্রী। ওই পোস্টের ক্যাপশনে লিখেছেন, সৃষ্টির শুরু থেকেই নিষিদ্ধ জিনিসকে বেশি ভালোবাসে মানুষ।