সম্মান পেতে হলে অন্যকে সম্মান করতে জানতে হবে

লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সভায় এম এ মালেক

| রবিবার , ২৯ জানুয়ারি, ২০২৩ at ৬:৪৪ পূর্বাহ্ণ

সম্মান চেয়ে নেয়ার বিষয় না, সম্মান অর্জন করতে হয়। মানুষ মন থেকে যাকে সম্মান করেন তিনিই প্রকৃত সম্মানি মানুষ। আমরা যারা লায়নিজমের সাথে আছি তারা সমাজের অন্যান্য দশজনের চেয়ে সৌভাগ্যবান বলেই আমাদের সময় অর্থ মেধা দিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। তাই আমরা শিখেছি, নিজে সম্মান পেতে হলে অন্যকে সম্মান করতে জানতে হবে। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সাধারণ সভায় লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সদস্য ও লায়ন্স জেলা ৩১৫বি৪, বাংলাদেশের প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লায়ন এম সোহেল খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি লায়ন নাজমুল শাকেরের সঞ্চালনায় ক্লাবের নিয়মিত সাধারণ সভা চিটাগং সিনিয়র্স ক্লাবে অনুষ্ঠিত হয়। ক্লাবের জয়েন্ট সেক্রেটারি ডিজাইনার লায়ন ইসমাইল চৌধুরীর কোরআন তেলাওয়াত ও টেইল টুইস্টার লায়ন বাসুদেব সিনহার নেতৃত্বে সম্মিলিতভাবে লায়নিজমের শপথবাক্য পাঠের মাধ্যমে সভার কার্যক্রম আরম্ভ হয়।

সভায় বক্তব্য প্রদান করেন লায়ন্স জেলা ৩১৫বি৪, বাংলাদেশের প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক, লায়ন ডা. শ্রী প্রকাশ বিশ্বাস, লায়ন কামরুন মালেক, প্রাক্তন ভাইস জেলা গভর্নর লায়ন এস এম ফারুক, সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন সিলভাস্টার বার্নাডেট ও লায়ন মোহাম্মদ নুরুল আলম, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার্স লায়ন তপন কান্তি দত্ত, লায়ন মোসলেহ উদ্দিন খান, লায়ন গোপাল কৃষ্ণ লালা, লায়ন রাজিব সিনহা, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, লিও ইয়্যুথ ক্যাম্প এন্ড এক্সচেঞ্জ চেয়ারপার্সন লায়ন নিশাত ইমরান এবং জোন চেয়ারপার্সন লায়ন আবু নাসের রনি।

উপস্থিত ছিলেন লায়ন সাধন কুমার ধর, আব্দুর রব শাহীন, বাবুল কান্তি লালা, ইসমাইল চৌধুরী, নুর আকতার জাহান, মোহাম্মদ আইয়ুব, টেমার ফিরোজা আহসান, টেইল টুইস্টার বাসুদেব সিনহা, মহাদেব ঘোষ, মোহাম্মদ বেলায়েত হোসেন, টিংকু বড়ুয়া, লিটন কান্তি দত্ত, কিশোয়ার জাহান খান এবং ক্লাব সদস্য লায়ন ওয়াহিদ মালেক। আরও উপস্থিত ছিলেন জামিলা আকতার নেলী, রিজোয়ানা কবির আঁখি, মোহাম্মদ ফারুক, লিও অদিতি বড়ুয়া, শেখ মুনতাসির মামুন, রামিসা বিনতে নাসির এবং লিও এমরান খান মেহেদী।

অনুষ্ঠানে পিডিজিগণ লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের স্থায়ী প্রকল্প লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের আজীবন সদস্য সম্মাননা প্রদান করেন। একুশে পদকজয়ী লায়ন এম এ মালেক হতদরিদ্র অসহায় কম সৌভাগ্যবানদের জন্য সভায় লায়নিজমের ঐতিহ্যবাহী ‘সানশাইন কালেকশনে’ তাৎক্ষণিকভাবে উত্তোলিত অনুদানগুলো লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের চেয়ারম্যানের হাতে তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনতুন রূপে আসছেন মেহজাবীন
পরবর্তী নিবন্ধবগুড়ায় হিরো আলমের প্রচারে নায়িকা মুনমুন