আমাদের দেশে পূর্বের বছরগুলোর মতো এ বছর ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির আভাস পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে চাল, ডাল, সয়াবিন তেলের মূল্য বেড়ে গিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অন্যতম কারণ হলো উৎপাদন কম হওয়া, এবং আমাদের দেশে অনেক অসাধু ব্যবসায়ী আছে। যাঁরা দ্রব্য মজুদ রাখে। যখন সব দ্রব্যের মূল্য বেড়ে যায়, তখন বাজারে অতিরিক্ত দামে বিক্রি করে। এসব অসাধু ব্যবসায়ীদের ব্যাপারে সরকারের কঠিন পদক্ষেপ নিতে হবে। যাতে তাঁরা মজুদ করার সাহস না পায়। আমাদের সমাজে অনেক নিচু শ্রেণির মানুষ রয়েছে, যাঁরা দিন আনে দিন খায়। এসব মানুষের জন্য দ্রব্যমূল্যের উর্ধ্বগতি হুমকি স্বরূপ। যাঁরা সমাজের উচ্চ মঞ্চে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন, তাঁরা এসব গরিবদের নিয়ে কখনোই ভাবেন না। ফলে না খেয়ে জীবন-যাপন করতে হয়। এমনকি খাবারের অভাবে মৃত্যুর মুখেও পতিত হয়। তাই সরকারের কাছে আকুল আবেদন, এসব গরিবদের দিকে তাকিয়ে দ্রব্যমূল্যের হ্রাসের পদক্ষেপ গ্রহণ করুন। যাতে গরিবদের লোকান্তরে গমন করতে না হয় খেয়ে।
– মো. আল-আমিন, বাংলা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা।