জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি খোলা চিঠি

মাকসুদুর রহমান মাসুদ | শুক্রবার , ১৯ মার্চ, ২০২১ at ৬:১০ পূর্বাহ্ণ

প্রিয় বঙ্গবন্ধু, সালাম। প্রত্যাশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনি শহীদি মর্যাদায় অত্যন্ত সুন্দর এবং ভালভাবে আছেন। আজ জেনে খুশি হবেন, আপনার রেখে যাওয়া এই বাংলাদেশ আপনার স্বপ্নের বাংলাদেশে পরিণত হয়েছে, প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া, প্রতিটি মানুষের বুকে আজ আপনি অমর হয়ে রয়েছেন, প্রতিটা ক্ষেত্রে উন্নতির চরম শিখরে অবস্থান করছে আপনার এই বাংলাদেশ। আপনার সুযোগ্য কন্যা আমাদের সকলের প্রাণ প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার যোগ্য নেতৃত্বের প্রতিটি গুণে গুণান্বিত হয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার প্রতিটা স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার জন্য একাগ্রভাবে কাজ করে যাচ্ছেন, যেখানে আপনার রেখে যাওয়া সেই স্বপ্নগুলো আজ ধীরে ধীরে সত্যিকার অর্থে পরিণত হচ্ছে, বঙ্গবন্ধু আপনি যে হতদরিদ্র বাংলাদেশকে নিয়ে উন্নয়নের স্বপ্ন দেখে গেছেন- এ দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, আজ গর্ব করে বলতে ইচ্ছে করছে আপনার রেখে যাওয়া বাংলাদেশ জাতিসংঘের এবং প্রতিটি রাষ্ট্রের কাছে আজ উন্নয়নশীল দেশের কাতারে অবস্থান করছে। বঙ্গবন্ধু আপনার গরিব মেহনতী মানুষের জন্য যে আন্তরিকতা ছিল, তার প্রতিটি বিষয় আজ বাস্তবে পরিণত হয়েছে- আজ বাংলাদেশের দক্ষিণবঙ্গের চেহারা পাল্টে গেছে- আজ বাংলাদেশের রাজধানীর বুকে মেট্রোরেল স্থাপিত হচ্ছে, কর্ণফুলী নদীতে টানেল হচ্ছে, মহাকাশে আমাদের স্যাটেলাইট আছে। বঙ্গবন্ধু যখন আপনার রেখে যাওয়া এদেশের প্রতিটি ক্ষেত্র এগিয়ে যাচ্ছে, শুধুমাত্র নির্মমতা বহন করছে আপনাকে এই সময়ে না পাওয়াটা, বঙ্গবন্ধু আপনি জেনে আরো খুশি হবেন যারা বিশ্বাসঘাতকতা করে আপনাকে হত্যা করেছিল নির্মমভাবে তাদের প্রত্যেকের বিচার বাংলার মাটিতে হয়েছে। আপনি জেনে আরো খুশি হবেন স্বাধীনতার সময়ে যারা আপনার বিরুদ্ধাচারণ করেছিল, যারা এদেশকে নিষ্পেষিত করতে চেয়েছিল, যারা আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বাধা প্রদান করেছিল- সেই রাজাকার আল-বদর আল-শামস আজ দেশ থেকে মূল উৎপাটনে বাধ্য হয়েছে, আর সেই রাজাকারদের উত্তরসূরীরা ষড়যন্ত্র করে চললেও আপনার সুযোগ্য কন্যার বলিষ্ঠ নেতৃত্বের কারণে সুযোগ তৈরি করতে পারছে না। প্রিয় বঙ্গবন্ধু আপনি নিশ্চয়ই সবই দেখতে পাচ্ছেন তারপরও খুব জানাতে ইচ্ছে করছে- আপনার রেখে যাওয়া স্বপ্নের বাংলাদেশকে আপনি কতটা সুন্দর ভাবে দেখতে পাচ্ছেন? বঙ্গবন্ধু আপনি ভালো থাকবেন, আপনার রেখে যাওয়া বাংলাদেশ আপনাকে ভোলেনি। আজ প্রতিটি পাড়া-মহল্লায় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে আপনাকে স্মরণ করছে, এই জাতিকে আপনি নিশ্চয়ই দেখেছেন, আপনি ক্ষমা করবেন আমাদের এই জাতিকে যাদের কিছু অদ্ভুত, পথভ্রষ্ট, বিবেকহীন পশুর কারণে আপনাকে আমরা অত্যন্ত অসময়ে হারিয়েছি। আপনি বঙ্গবন্ধু না থাকলে এ বাংলাদেশ হয়তো আজও আমরা বাংলাদেশ হিসেবে পেতাম না। তাই বঙ্গবন্ধু শ্রদ্ধাভরে আপনাকে স্মরণ করছি। আপনি ভালো থাকবেন।
ইতি-
আপনার রেখে যাওয়া স্বাধীন বাংলাদেশের নাগরিক

পূর্ববর্তী নিবন্ধদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করুন
পরবর্তী নিবন্ধবাঁচার আশা