৫টি খালের মুখে দেয়াল

| শুক্রবার , ১৯ মার্চ, ২০২১ at ৬:০৯ পূর্বাহ্ণ

দিন কয়েক আগে পত্রিকায় জেনেছিলাম আগামী বর্ষায় চট্টগ্রাম শহরে জলজট থাকবে না। যাবতীয় কাজ সম্পাদনের জন্য সরকার ৫৬০০ কোটি টাকা বরাদ্দ করেছেন এবং কাজটি সামরিক প্রকৌশল বিভাগ করছে এতে খুবই খুশি হয়েছিলাম। আজ আবার আজাদীতে দেখলাম বিশাল এলাকা জুড়ে জলাবদ্ধতার শঙ্কা। বে-টার্মিনাল করতে গিয়ে বন্দর কর্তৃপক্ষ ৫টি খালের মুখে দেয়াল তুলেছে। বিষয়টি অতি আতঙ্কজনক এবং চিন্তার বিষয়। বিশেষজ্ঞ দিয়ে পুনঃ পরীক্ষা করিয়ে ব্যাপারটি বন্দর, চউক, চসিক এবং সামরিক কর্তৃপক্ষ মিলে সমাধান করার জন্য অনুরোধ জানাই।
হালিশহরবাসী এবং কে ব্লকের বাসিন্দাদের পক্ষে-
মুক্তিযোদ্ধা প্রকৌশলী জয়কেতু বডুয়া, কে ব্লক, হালিশহর, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধস্যার আজিজুল হক : শিক্ষাবিদ ও সমাজসেবক
পরবর্তী নিবন্ধদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করুন