চাটগাঁ আলোকিত ফাউন্ডেশনের মতবিনিময় সভা ২২ নভেম্বর হাটহাজারীস্থ একটি হোটেলের হল রুমে মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মুহাম্মদ তৈয়ব আলী। উদ্বোধক ছিলেন অ্যাডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক মীর মুহাম্মদ আব্দুর রহিম মুনীরি। সভায় বক্তারা বলেন, দ্রব্যমূল্য আজ অসহনীয় মাত্রায় বেড়ে গেছে। ফলে সাধারণ মানুষ অসীম কষ্ট ও দুর্দশায় দিনাতিপাত করতে বাধ্য হচ্ছে। বাজারের ওপর সরকারের নিয়ন্ত্রণ ও তদারকি না থাকায় অসাধু ব্যবসায়ীরা আজ বেপরোয়া ও লাগামছাড়া হয়ে উঠেছে। ভোগ্যপণ্যসহ সকল নিত্য পণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকারি প্রশাসনকে নিয়মিত তদারকি করতে হবে। সমাজের বিত্তবানদেরকে দুঃখে দুর্দশাগ্রস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা। সভায় বক্তব্য রাখেন অধ্যাপক সৈয়দ মুহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মদ সেকান্দর মিয়া, মুহাম্মদ করিম উদ্দিন হাসান, অ্যাডভোকেট মোকতার আহমদ ছিদ্দিকী, মাস্টার মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ ইব্রাহিম খলিল, মুহাম্মদ শাহ্ জালাল, মুহাম্মদ আব্দুল মোতালেব পারভেজ, মুহাম্মদ আলমগীর হোসাইন, মীর মুহাম্মদ হাবিব উল্লাহ, মুহাম্মদ আমান উল্লাহ আমান, হোসাইন মুহাম্মদ এরশাদ, সুলতান মাহমুদ সুমন, মুহাম্মদ সরওয়ার উদ্দিন চৌধুরী, কে.এম. আজাদ রানা, মুহাম্মদ আব্দুর রহমান বাবর, মুহাম্মদ আবদুস শাকুর, সৈয়দ মুহাম্মদ নেজাম উদ্দিন, সৈয়দ মুহাম্মদ আবুল ফয়েজ তুহিন, মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ ফারুক হোসাইন, মুহাম্মদ নুরুল হায়দার, মুহাম্মদ নাসির উদ্দিন রুবেল, মুহাম্মদ রবিউল হোসাইন সুমন, মুহাম্মদ শাহেদুল আলম, মুহাম্মদ আব্দুল খালেক, মুহাম্মদ মিনহাজ উদ্দিন, মুহাম্মদ মনির উদ্দিন, মুহাম্মদ মোশারফ হোসাইন, মুহাম্মদ আফাজ উল্লাহ, মুহাম্মদ ফারুক হোসাইন, মুহাম্মদ আব্দুল্লাহ আল নোমান, মুহাম্মদ এনামুল হক মুন্না, মুহাম্মদ রবিউল মোস্তফা রাফি, মুহাম্মদ সোলায়মান, মুহাম্মদ কায়েস উদ্দিন, মুহাম্মদ ইরফান উদ্দিন, মুহাম্মদ মহিউদ্দিন, এম এ রায়হান, মুহাম্মদ বোরহান উদ্দিন, মুহাম্মদ আবু রায়হান, মুহাম্মদ সাজ্জাদ হোসেন সাকিব, মুহাম্মদ ইকবাল হোসেন সাকিল, মুহাম্মদ আব্দুল্লাহ আল কাইয়ুম, মুহাম্মদ মোস্তফা, মুহাম্মদ সামিউল হোসেন, মুহাম্মদ আশরাফ উদ্দিন, মুহাম্মদ আসিফ হোসেন, মুহাম্মদ আলাউদ্দিন, মুহাম্মদ দিদারুল ইসলাম, মুহাম্মদ জাহেদ উদ্দিন, মুহাম্মদ নজরুল ইসলাম ও মুহাম্মদ নজিবুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।