কলমি ফুলের বাড়ি

হাসান মসফিক | শুক্রবার , ২৪ নভেম্বর, ২০২৩ at ১১:১০ পূর্বাহ্ণ

ইচ্ছে করে মুসার মতো রাখাল হয়ে কাটিয়ে দিই ক’টা দিন। দাউদ হয়ে গড়ে তুলি একটু একটু করে তোমাকে। বুড়ো মথ হয়ে পড়ে আছি, যেনো কবেকার উড়ে যাওয়া পাতাটির জন্য হাহাকার নিয়ে

আমার কি থাকবে না একটি পুতুলের হাহাকার! আমি কি কেবলই সেলাই করা জীবন। জমাবোনা কোনো গাছের ঈর্ষা, বৃষ্টির দরুদ। তুমিও আড়ালে যাওয়ার নাম করে ভুলে যেওনা যেন। আমরাও গড়ে তুলবকলমি ফুলের বাড়ি

স্বপ্নের বাইরে এসে সংসারটা কি আমরা করব

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে পরিবার কল্যাণ ও প্রচার সপ্তাহের অ্যাডভোকেসি সভা
পরবর্তী নিবন্ধদ্রব্যমূল্য সহনীয় রাখতে প্রশাসনিক নজরদারি বাড়াতে হবে