দুধের মূল্য নির্ধারণে আল্টিমেটাম

আনোয়ারায় ডেইরি ফার্মার্স এসোসিয়েশনের সভা

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২০ at ৫:৫৪ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলা ডেইরী ফার্মার্স এসোসিয়েশনের উদ্যোগে দুধের মূল্য সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা গত শনিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে আনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আনোয়ারা ডেইরি ফার্মার্স এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন জেলা ডেইরি ফার্মার্স এসোসিয়েশনের সভাপতি নাজিম উদ্দিন হায়দার। উপজেলা ডেইরি ফার্মার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. তানভীর হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা ডেইরি ফার্মার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ডেইরি ফার্মার্স এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হক। বক্তব্য রাখেন খামারি নুরুল হুদা।
বক্তারা বলেন, গো-খাদ্যের উচ্চ মূল্য ও ভেজাল খাদ্য সামগ্রী বাজার দখল করে রাখায় খামারিরা বিপাকে পড়েছে। ডাক্তার সংকটের কারণে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে করে অনেক খামারির গরু গত ২ মাসে বিনা চিকিৎসায় মারা গেছে। তাছাড়া বিশুদ্ধ পানি সংকট, বর্ধিত বিদ্যুৎ বিলসহ নানা সমস্যায় জর্জড়িত বলে খামারিরা জানান। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়।চট্টগ্রাম জেলা ডেইরি ফার্মার্স এসোসিয়েশনের সভাপতি নাজিম উদ্দিন হায়দার বলেন, জাতীয়ভাবে দুধের মূল্য কম হওয়ায় আগামী ৭ তারিখের মধ্যে দুধের দাম ৬০ টাকা নির্ধারণ করা না হলে অনির্দিষ্ট কালের জন্য দুধ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনী ব্যবস্থাকে সরকার ধ্বংস করে দিয়েছে
পরবর্তী নিবন্ধঈদগাঁওয়ে সন্ত্রাসী হামলায় আহত ব্যক্তির মৃত্যু