দুজন মিলে

কাজী শামীমা রুবী | বৃহস্পতিবার , ২১ মার্চ, ২০২৪ at ৪:৫৪ পূর্বাহ্ণ

আমার লেখা ঠাঁই পায় না তোমার মনের খাতায়।

কী হবে আর কবিতা লিখে টাইমলাইনের পাতায়।

টাইমলাইনে লিখি আমি ছবি করি পোস্ট।

পাঠক যারা ভালোবাসে রোজ নেয় তারা খোঁজ।

তুচ্ছ যারা ভাবে আমায় মুখ ফিরিয়ে থাকে,

পথ চলতে দেখা হবে হয়তো অচিন বাঁকে।

তোমার কাছে চিরটাকাল আমি অতি তুচ্ছ,

তবুও তোমায় দিয়ে গেলাম গোলাপ একগুচ্ছ।

আমার লেখার পাঠক হবে? লেখা দেব রোজ।

সময় করে রোজ প্রভাতে নেব তোমার খোঁজ।

ফুল গালিচা বিছিয়ে দেবে বিজন পথের বাঁকে।

কাব্য হবে দুজন মিলে দুলবো দোদুল শাঁখে।

পূর্ববর্তী নিবন্ধঅগোচরে
পরবর্তী নিবন্ধউপলব্ধির সাথে আড়ি