দীর্ঘ প্রতীক্ষার পর

সওকত জসীম | শনিবার , ১৮ মার্চ, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

আফ্রোদিতির সন্ধানে

আফ্রোদিতি, তোমাকে খুঁজতে গ্রিক থেকে

পৃথিবীর দিক দিগন্তে চষে

বেরিয়েছি অনন্তকাল ধরে

হৃদয়ের অন্ধকার চোরাগলি আলোকিত করে

অবশেষে তুমি এলে

দীর্ঘ প্রতীক্ষার পর

শ্রাবণের বৃষ্টি হয়ে

তুমি এলে।

পূর্ববর্তী নিবন্ধবসন্ত বন্দনা
পরবর্তী নিবন্ধঅলৌকিক শক্তির হাত