পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) পটিয়া উপজেলার উদ্যোগে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠন সম্পর্কিত সভা গত ৮ জুলাই বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ ভূর্ষি উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ফারহানা সেলিম জিনিয়া। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাইনুদ্দীন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ ভূর্ষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) শরণ কান্তি শীল, সনাক-পটিয়া উপজেলার সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র, সদস্য এসএমএকে জাহাঙ্গীর, চট্টগ্রাম ক্লাস্টারের কো-অর্ডিনেটর মো. জসিম উদ্দীন, সনাক-পটিয়া উপজেলার এরিয়া কো-অর্ডিনেটর আবু নাসের, মো. কামরুল ইসলাম প্রমুখ। সভায় সভাপতির বক্তব্যে ফারহানা সেলিম জিনিয়া বলেন, সততা ও নীতি-নৈতিকতাসম্পন্ন, দেশপ্রেমিক এবং দুর্নীতিমুক্ত আদর্শ-চরিত্রবান মানুষ হওয়ার মূলভিত্তি সুশিক্ষা। তিনি আরো বলেন, উত্তম শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় অনুকূল পরিবেশ গড়ে তোলার দায়িত্ব শিক্ষা ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট সকলের। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্পৃক্ততাই গড়ে উঠতে পারে গুণগত শিক্ষার মজবুত ভিত। প্রেস বিজ্ঞপ্তি।