বাফুফে আয়োজিত ঢাকা তৃতীয় বিভাগ ফুটবল লীগের সুপার লিগে খেলা যোগ্যতা অর্জন করেছে চট্টগ্রামের কল্লোল সংঘ। সুপার লীগ এর খেলা আগামী ১৫ জুন শুরু হবে। ২ গ্রুপ থেকে ১০টি দল নিয়ে সরাসরি লীগ ভিত্তিতে খেলা অনুষ্ঠিত হবে। উপবিধি ১৭ ধারা (খ) মতে আগামী মৌসুমে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে ৫টি দল খেলার যোগ্যতা অর্জন করবে। এদিকে সুপার লিগে অংশ নিতে কল্লোল সংঘের অনুশীলন আগামী ১২ জুন সকাল ৮ টায় গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন মাঠে শুরু হচ্ছে। এতে মানিক মোল্লা, রবিন, নজরুল, স্বর্গ, সাজ্জাদ, শুভ, উপেল, রাকিব, রায়হান শেফায়াত আলম, ইকবাল, কামরান, নাঈম, নোমান, সাকিল, ইউসুফ, রাকিব আহমদ, আসিফ, দিদার, মানিক, শাফায়েত ও অনিককে ১০ জুন সকাল ৬ টায় চট্টগ্রাম রেল ষ্টেশনে কোচ মো. কাশেম, সহকারী কোচ মাহাফুজুর আলম খোকন, ক্যাম্প কমান্ডার মো. ফারুকের কাছে রিপোর্ট করার জন্য অনুরোধ জানিয়েছে কল্লোল সংঘ সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন জাহেদ। উল্লেখ্য যে, প্রথম পর্বে ৫ জয়, ৩ ড্র মোট ১৮ পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষ স্থান অর্জন করে সুপার লীগে খেলার যোগ্যতা অর্জন করে কল্লোল সংঘ। কল্লোল সংঘ নিজেদের প্রথম ম্যাচে খেলা নারিন্দ জুনিয়ার ০-০, দ্বিতীয় খেলা দি মুসলিম কে ২-১ গোলে, ৩য় খেলা বিক্রমপুর ০-০, ৪র্থ খেলা লালবাগে কে সি ০-০, ৫ম খেলায় উত্তরা ফ্রেন্ডস ক্লাবকে ১-০ গোলে, ৬ষ্ঠ খেলা ফকিরাপুর সূর্যতরুন কে ২-০, ৭ম খেলা টাঙ্গাইল ফুটবল একাডেমীকে ২-০ গোলে ও ৮ম ও শেষ খেলায় দিপালী যুব সংঘকে ২-০ গোলে পরাজিত করে।