টেকনাফ-হোয়াইক্যং সড়কের পাহাড়ি ঢালা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার ভোররাতে এ অভিযান চালানো হয়। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় তৈরি অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে ।
আটকরা হল উপজেলার বাহারছড়া ইউনিয়ন শামলাপুর ঢালারমুখ এলাকার সিরাজুল মোস্তফা (২৩), আরমান (২০), রোহিঙ্গা সন্ত্রাসী মুক্তার আহাম্মদ (২৬) ও উত্তর শিলখালী গ্রামের আবু বককর (২৮)।
জানা যায়, গতকাল ভোররাতে শামলাপুর হতে হোয়াইক্যং ঢালার রাস্তায় ডাকাতির প্রস্তুতিকালে চারজন ডাকাতকে আটক করে পুলিশ। এ সময় ডাকাতদল বাকি সদস্যরা পলিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত রশি, দুইটি সুইচ গিয়ার, দুটি ছুরি, একটি রামদা, একটি দা সহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ডাকাত ও পলায়নকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানান তিনি।