মানব জীবন এই পৃথিবীকে বৈচিত্রময় করে তুলেছে। মানুষের স্বভাব, আনন্দ-বেদনা, উল্লাস আহ্লাদিত হওয়ার ভিন্নতায় জীবনের মানে মানুষভেদে ভিন্ন হয়ে ফুটে উঠেছে। জীবন মানে কী, এই প্রশ্ন তাই যুগ যুগ ধরে আবর্তিত হচ্ছে সভ্যতা থেকে সভ্যতা।
জীবনের এই মানে খুঁজতেই জিজ্ঞেস করেছিলাম চট্টগ্রামের এক রিক্সাচালককে। উত্তরে তিনি বলেছিলেন, ‘সারাদিন কাজ করে পরিবারের মুখে ভাত তুলে দেওয়াই আমার কাছে জীবন’। একজন রিক্সাচালক আর আর একজন ব্যবসায়ীর কাছে জীবনের অর্থ যে ভিন্ন, তার উত্তর মিললো নগরীর সচ্ছল এক ব্যবসায়ীর কাছে। তার উত্তর ছিল, ‘জীবন মানে সংগ্রাম, পরিশ্রম করে টাকা ইনকাম করা। পরিবারের ভরণপোষণ এবং ছেলেমেয়েকে মানুষ হিসেবে গড়ে তোলাই আমার কাছে জীবন’। জীবন মানে কী, এর উত্তর আরও সমৃদ্ধ করে দেওয়ার চেষ্টা করেছেন মফস্বলের এক প্রতিষ্ঠিত পলিটিশিয়ান। তার মতে, ‘মানুষের কল্যাণে, দেশ ও সমাজের স্বার্থে কিছু করার মাধ্যমে শান্তিতে বাঁচার চেষ্টা করাই হচ্ছে জীবন’। জীবনের অর্থ পূর্বোক্ত তিন পেশার মানুষের কাছে তিনরকম। তাহলে একজন শিক্ষার্থীর কাছে জীবন মানে কী হতে পারে? এই প্রশ্নটাই করেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তরুণ এক শিক্ষার্থীর কাছে। তার কাছে জীবন মানে হচ্ছে, ‘কখনো ত্যাগ, কখনো একটু ভালোবাসা, কখনো একটা ঝড়ো হাওয়া, আবার বহু কষ্টে সেটাকে কাটিয়ে ওঠা, তারপরে একটা সাফল্যের দেখা, সবশেষে সেই স্রষ্টার কাছে ফিরে যাওয়া।
জীবনের মানেটা আসলে কিন্তু এই প্রশ্ন হাজার বছর ধরে চললেও, জীবনের সঠিক অর্থ বুঝতে মানুষের আয়ু চলে যাচ্ছে, সভ্যতা ক্ষয়ে নতুন সভ্যতা গড়ে উঠছে। অথচ জীবনের মানে কী, এই প্রশ্নের উত্তর মানুষ কিছুতেই মিলাতে পারছে না। লেখক: শিক্ষার্থী