পটিয়ার জিরিতে চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ বাবুলকে কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। আজ রবিবার দুপুর দেড়টায় তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।
এসময় তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন কেন্দ্রে নৌকার প্রার্থী কেন্দ্র দখল করে ও ব্যালট পেপার ছিনতাই করে। চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বাবুল এ অভিযোগ করেন।
তিনি আরো বলেন, সুষ্ঠ নির্বাচনের প্রত্যাশা নিয়ে নির্বাচনে অংশ নিলেও শেষ পর্যন্ত সে প্রত্যাশা মিথ্যাই প্রমাণিত হল। এ ঘটনায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যার কারণে নির্বাচনে থাকা না থাকা একই ব্যাপার হয়ে গেছে বলে মন্তব্য করেন।